Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়

ভোলা।

dpeobhola@gmail.com

 

 

 

বিষয়ঃ    ভবিষ্যৎ পরিকল্পনা ।

 

 

1। প্রতিটি বিভাগীয় পর্যায় প্রাথমিক শিক্ষা বোর্ড স্থাপন।

২। প্রতিটি বিদ্যালয়কে পযায়ক্রমে ৮মশ্রেনীতে উন্নত করণ।

৩। প্রতিটি বিদ্যালয়েকে পযাত্য়ক্রমে এক শিফটে চালু করণ।

৪। মাল্টি মিডিয়া ব্যবহার করে প্রত্যেক শ্রেণীকক্ষে পাঠদান পরিচালনা করা।

৫। ই-মনিটরিং এর মাধ্যমে বিদ্যালয়ের কাযক্রম পরিদর্শন করা।

৬। ডিজিটাল হাজিরা মেশিনের মাধ্যমে সকল শিক্ষকদের হাজিরা নিশ্চিতকরণ।

৭। আধুনিক জাতিগঠনে উপযুক্ত শিক্ষক নিয়োগ দান।

৮। পযাপ্ত বিষয় ভিত্তিক প্রশিক্ষন দানের মাধ্যমে যোগ্য শিক্ষক তৈরী করা ।

৯। আধুনিক অফিস ব্যবস্থাপনা বাস্তবায়ন করা।

১০। মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অভিভাবকদের যথেস্ট সচেতন করা।

 

           

 

 

স্বাক্ষরিত/

নিখিল চন্দ্র হালদার

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

ভোলা।