ঢাকা থেকে:
ঢাকা সদরঘাট থেকে লঞ্চে ভোলা সদর খেয়াঘাট/লঞ্চঘাট। সেখান থেকে মাহিন্দ্র আলফা বা অটোরিক্সায় ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। সেখান থেকে রিক্সা বা অটোরিক্সায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ( পি.টি.আই সংলগ্ন এবং সড়ক ও জনপথ অফিসের বিপরীতে )।
লক্ষ্মীপুর থেকে:
লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট/ঘাট থেকে সি-ট্রাকে বা লঞ্চে বা ফেরীতে ভোলা সদরের ইলিশাঘাট। সেখান থেকে মাহিন্দ্র আলফায় নতুন বাজার টেম্পুস্ট্যান্ড। সেখান থেকে অটোরিক্সায় বা রিক্সায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ( পি.টি.আই সংলগ্ন এবং সড়ক ও জনপথ অফিসের বিপরীতে )।
বরিশাল থেকে:
বরিশাল লঞ্চঘাট থেকে লঞ্চে ভোলা সদরের ভেদুরিয়া লঞ্চঘাট। সেখান থেকে সি.এন.জি অথবা অটোরিক্সা অথবা মাহিন্দ্র আলফা অথবা বাসে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। সেখান থেকে রিক্সা বা অটোরিক্সায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ( পি.টি.আই সংলগ্ন এবং সড়ক ও জনপথ অফিসের বিপরীতে )।
অথবা, বরিশাল লঞ্চঘাট থেকে চরকাউয়ার খেয়া পার হয়ে চরকাউয়া বাসস্ট্যান্ড। সেখান থেকে বাসে লাহারহাট লঞ্চঘাট। সেখান থেকে লঞ্চে ভোলা সদরের ভেদুরিয়া লঞ্চঘাট। সেখান থেকে সি.এন.জি অথবা অটোরিক্সা অথবা মাহিন্দ্র আলফা অথবা বাসে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। সেখান থেকে রিক্সা বা অটোরিক্সায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ( পি.টি.আই সংলগ্ন এবং সড়ক ও জনপথ অফিসের বিপরীতে )।
অথবা, বরিশাল সদর লঞ্চঘাট সিটি বহুমুখী মার্কেটের পাশে অবস্থিত বি.আর.টি.সি বাসস্ট্যান্ড/টর্মিনাল থেকে প্রতিদিন দুপুর ০২ ঘটিকায় ০১ টি বি.আর.টি.সি বাস ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। এ বাসে এসে ভোলা সদরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নামতে হবে ( পি.টি.আই সংলগ্ন এবং সড়ক ও জনপথ অফিসের বিপরীতে )। এখানে উল্লেখ্য যে, এই একটি মাত্র যাত্রীবাহী বাসই বরিশাল খেকে ভোলাতে আসে।
পত্র যোগাযোগের ঠিকানা:
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়
পি.টি.আই রোড
(পি.টি.আই এর দক্ষিণ পার্শ্ব সংলগ্ন)
ভোলা।
টেলিফোন নম্বর:০৪৯১-৬১৪৬৩,০৪৯১-৬১৪৬৪
E-mail : dpeobhola@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS